॥ গোমাল মোস্তফা ॥
বন্যাহাতির দ্বারা ক্ষতিগ্রস্থ ২২ পরিবারের মাঝে লংগদু উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে পরিবারপ্রতি ২হাজার টাকা আর্থিক সহযোগিতা, কম্বল ও বিছানোর পাটি বিতরণ করা হয়েছে। শনিবার (৯ জানুয়ারী) দুপুর ২ টায় চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়েজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ সভাপতি আব্দুল বারেক সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন, লংগদু উপজেলা ভাইস চেয়ারম্যান মির সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, রাঙামাটি জেলা যুবলীগ সদস্য নজরুল প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন ৫নং ভাসান্যাদম ইউপি’র ৮নং ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইল মেম্বার, অনুষ্ঠান সঞ্চালনা করেন রহতম আলী রানা।
প্রধান অতিথির বক্তব্য ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার বলেন, অসহায় মানুষদের বিপদে এগিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, বন্য হাতির আক্রমণে আপনাদের যে ক্ষতি হয়েছে তা আমার পক্ষে পূরণ করা সম্ভব না তারপরও আমি আমার সাধ্যমতো অর্থ ও শীতবস্ত্র নিয়ে আপনাদের সহযোগিতা করার উদ্দেশ্যে পাশে এসে দাঁড়িয়েছি। দলমত নির্বিশেষে আওয়ামীলীগ সরকার যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে তা আগামীতে অব্যাহত থাকবে।