লামায় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা নিয়ে কর্শশালা

525

॥ লামা প্রতিনিধি ॥

বান্দরবানের লামা উপজেলায় ঘুর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা যাচাই-বাছাই ও চ–ড়ান্ত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বেসরকারী সংস্থা এসআইডি-সিএইচটি, সিএইচটিডিএফ-ইউএনডিপি’র সহযোগিতায় পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খিনওয়ান নু’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জুয়েল মজুমদার, সিএইচটিডিএফ- ইউএনডিপি’র বান্দরবান জেলার প্রধান সমন্বয়ক খুশিরাম ত্রিপুরা, এনজেড একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম বিশেষ অতিথি ছিলেন।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকের হেসেন মজুমদার, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন।

এছাড়া কর্মশালায় স্থানীয জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ সরকারী বেসরকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। কর্শশালায় উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪৫০ পরিবারের মাঝে ১৭ জুলাই সহায়তা প্রদান করা হবে বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।