॥ স্টাফ রিপোর্টার ॥
অসময়ে পরপারে চলে গেছেন রাঙামাটির জনপ্রিয় শিক্ষাগুরু লিটন দেব। তার মৃত্যুতে রাঙামাটির প্রতিটি প্রান্তের মানুষ বেদনাহত হয়েছেন তার পরিবারের জন্য। দিশেহারা হয়ে গেছে পরিবারটি অসময়ে তাদের ছায়া হারিয়ে যাবার বজ্রাহতে। কিন্তু সেই বেদনাবিধুরতায় কিছুটা হলেও স্বস্তির ছায়া এনে দিয়েছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স কোম্পানী। কারণ লিটন দেবের সুদুর প্রসারী চিন্তায় এই পরিবারটি গার্ডিয়ান লাইফ–এর জীবন বীমা সুরক্ষার ছায়ায় ছিলেন।
শনিবার (৩০ নভেম্বর) সেই সুরক্ষার অংশ হিসেবে লিটন দেবের পরিবারের হাতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিঃ তুলে দিয়েছে প্রায় ছয় লাখ টাকার চেক (৫,৭৭,৩৯৮/) বীমা দাবির এ টাকা শনিবার শহরের গণ্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে লিটন পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
বীমা কোম্পানি দ্বারা গ্রাহক হয়রানির শিকার বা প্রতারিত হবার ঘটনা আমরা প্রায়ই শুনে থাকি। কিন্তু হাজারো নেতিবাচক গল্পের মধ্যে এমন ঘটনাও আছে যা আমাদের মনে আশা যোগায়। এ ঘটনাটি যেন তারই একটি প্রকৃষ্ট উদাহরন। লিটন পরিবার কোনো রকম তদবির ছাড়াই গার্ডিয়ান কর্মীদের উদ্যোগে ঘরে বসেই তাদের দাবির টাকা হাতে পেলেন।
বীমার নমীনি রিংকু দেব এর হাতে চেক তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ডেপুটি রিজিওনাল ম্যানেজার রিপন রায়, ব্র্যাঞ্চ ম্যানেজার অলক চক্রবর্তী, ধ্রুব জৌতি চৌধুরী, সুজন কান্তি সেন, অনুকুল ঘোষ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রসঙ্গত রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের জনপ্রিয় শিক্ষক লিটন দেব সম্প্রতি আকস্মিকভাবে হ্রদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তার মুত্যুর মাত্র দুই মাসের মাথায় এই বীমা দাবির চেক পেলো তারা।