শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণী

96

॥ স্টাফ রিপোর্টার ॥

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রাঙামাটি শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট নাগরিকের বিকল্প নেই।
স্মার্ট নাগরিক তৈরিতে সকলকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি তথ্য প্রযুক্তিতেও পারদর্শী হতে হবে। শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে তথ্য প্রযুক্তির জ্ঞান লাভ করতে হবে। তিনি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি প্রযুক্তির বিভিন্ন বিষয় আয়ত্ত্ব করার আহবান জানান।

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি জেলার আয়োজনে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর।

বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি রাঙামাটি জেলা সভাপতি রনতোষ মল্লিক, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেল।

শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি জেলার পরিচালক হাফেজ তানজিলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ গোলাম কিবরিয়া।

উল্লেখ্য- সারাদেশের মত রাঙামাটিতেও একযোগে শহীত হালিম-লিয়াকত সস্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।