॥ স্টাফ রিপোর্টার ॥
শিশুরা প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হয়ে যেন ভবিষ্যত পৃথিবীর জন্য তৈরি হতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। প্রযুক্তির এই বিশ্বে শিশু কিশোরদের তথ্য প্রযুক্তি দক্ষতার কোন বিকল্প নেই। শিশুদের মেধা ভিত্তিক বিকাশের পাশাপাশি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যেতে এবং শিশু-কিশোরদের প্রযুক্তি দক্ষতা বাড়ানোর জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছে “পিওর আইটি ইন্সটিটিউট”।
শিশুরা যাতে প্রযুক্তি শিক্ষার আনন্দ নিতে পারে ও ভবিষ্যতে একজন দক্ষ প্রযুক্তি জ্ঞানসম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে উঠতে পারে তাই “পিওর আইটি ইন্সটিটিউট” শুরু করেছে শিশুদের জন্য কম্পিউটার শিক্ষা কার্যক্রম “কম্পিউটার ফর কিডস”। এই কার্যক্রমের আওতায় তারা বছরব্যাপী শিশুদের উপযোগী করে বেসিক অফিস অ্যাপ্লিকেশন, বেসিক কোডিং, বেসিক গ্রাফিক্স ডিজাইন, সেইফ ব্রাউজিং, কম্পিউটার ফান্ডামেন্টাল (হার্ডওয়্যার ও সফটওয়্যার), ড্রয়িং, ফটো ও ভিডিও এডিটিংসহ কম্পিউটারের নানাবিধ প্রশিক্ষণ দেবে। শিশু কিশোরদের চতুর্থ শিল্প বিপ্লবের অভিঘাত মোকাবেলায় উপযোগী করে গড়ার লক্ষ্যে “পিওর আইটি ইন্সটিটিউট” এই শিক্ষা কার্যক্রমের আয়োজন করতে যাচ্ছে।
আগামী পহেলা ডিসেম্বর পিওর আইটি ইন্সটিটিউট এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর দিন উদ্বোধন হবে বছরব্যাপী চলা এই প্রশিক্ষণ কার্যক্রমের। উন্নত এবং সর্বোচ্চ মান বজায় রেখে প্রতি ব্যাচে মাত্র ১২ জন প্রশিক্ষণার্থীর বিপরীতে ১ জন প্রধান প্রশিক্ষকসহ মোট ৭ জন প্রশিক্ষক থাকবে। ১০ থেকে ১৭ বছরের যে কোন শিশু-কিশোর/কিশোরী এখান থেকে দক্ষতা অর্জন করতে পারবে।
পিওর আইটি ইন্সটিটিউট এর পরিচালক মো: আইয়ুব ভূঁইয়া জানান, ভবিষ্যতে জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক স্তর থেকেই শিশু-কিশোরদের কম্পিউটার শিক্ষার কোন বিকল্প নেই। আমাদের শিশু-কিশোররা যেন তথ্য প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠতে পারে এবং বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিকে সহজভাবে নিতে পারে, সে লক্ষেই কাজ করবে পিওর আইটি ইন্সটিটিউট। তিনি আরো বলেন, এ কার্যক্রম বনরূপার রহমান মার্কেটের পিওর আইটি ইন্সটিটিউটের ক্যাম্পাসে পরিচালনা করা হবে।