শোক দিবস ঘিরে কাপ্তাই বিদ্যুৎ শ্রমিক লীগের দোয়া মাহফিল

173

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

জাতির পিতার শাহাদত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদের স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (বি-১৯০২সিবিএ) কাপ্তাই শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় কাপ্তাইয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সিবিএ কাপ্তাই শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো.আব্দুল খালেক। প্রধান অতিথি ছিলেন জাতীয় বিদ্যুৎশ্রমিক লীগ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি, কাপ্তাই উপজেলা আ’লীগ যুগ্নসম্পাদক ও বিদ্যুৎশ্রমিক লীগ সিবিএ সাধারণ সম্পাদক আব্দুল ওহাব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিবিএ যুগ্নসম্পাদক ও আ’লীগ সদস্য বদরুল আলম জিপু,আশিষ দাশ,সহ-সভাপতি আলী আজগরসহ সিবিএ নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়। এসময় বিদ্যুৎ শ্রমিক লীগের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।