ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে রাঙামাটিতে আওয়ামী লীগের যৌথ শান্তি সমাবেশ

136

॥ স্টাফ রিপোর্টার ॥

দেশব্যাপী বিএনপি-জামাত কর্তৃক হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে রাঙামাটিতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে শহরের বনরূপা সিএনজি স্ট্যান্ড প্রাঙ্গনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

বিএনপি-জামাত জনগন থেকে বিছিন্ন হয়ে রাজপথে নৈরাজ্য সৃষ্টি করছে এই নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে সচেতন থাকার আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিএনপি- জামায়াতসহ স্বাধীনতা বিরোধীচক্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানান তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধু এদেশকে নিয়ে স্বপ্ন দেখেছেন একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা মুক্ত, দ্ররিদ্রমুক্ত, বৈষম্য মুক্ত একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ এর। আজকে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্রমানয়ে বাস্তবায়ন হচ্ছে। এই এগিয়ে যাওয়াকে বাধাগ্রস্থ করতে জামাত বিএনপি ষড়যন্ত্রের নীলনকশা করছে, এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামীলীলীগ নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। আওয়ামীলীগ সরকার ছাড়া এদেশে উন্নয়ন করা সম্ভব নয় উল্লেখ করে আগামীতেও আওয়ামী লীগের সরকার ক্ষমতা থাকলে দেশ ও জাতি এগিয়ে যাবে সমাবেশ বলে মন্তব্য করেন তিনি।

জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: শাওয়াল উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল। এ সময় জেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শান্তি সমাবেশের আগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে বনরূপা পর্যন্ত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শান্তি সমাবেশের আগে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা সিএনজি স্ট্যান্ড প্রাঙ্গনে শান্তি সমাবেশে মিলিত হয়।