॥ স্টাফ রিপোর্টার ॥
‘সমাজে অর্থনৈতিক ও কর্মক্ষেত্রে নারীদের যে ভূমিকা তা আমরা কেউ অস্বীকার করতে পারবোনা’ বলে উল্লেখ করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেছেন, তাই সকল ক্ষেত্রে নারীদের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। নারী সমাজকেও হতাশাগ্রস্ত না হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার থাকতে হবে। তিনি নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সরকারি ও বেসরকারী সংস্থাগুলোকেও জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের আহ্বান জানার।
আন্তর্জাতিক নারী দিবস ঘিরে রাঙামাটিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান এ আহ্বান জানান। মঙ্গলবার (৯মার্চ) রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে জেলা পরিষদসহ কয়েকটি বেসরকারি সংস্থা (এনজিও)। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ^”।
স্থানীয় বেসরকারী সংস্থা প্রগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা অধিদপ্তর এর উপপরিচালক হোসনে আরা বেগম এবং বেসরকারি সংস্থা ওয়েভ এর নির্বাহী পরিচালক নাউপ্রু মেরী। আলোচনাসভায় বিভিন্ন বেসরকারী সংস্থার কর্মকর্তা, কর্মচারী ও কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।