স্কাউটিং মানুষকে আত্মমর্যাদাশীল কুসংস্কারমুক্ত করে গড়ে তোলে : এমপি চিনু

561

sp-pic-2
॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে শুরু হওয়া রোভার মুট উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেছেন, স্কাউট হচ্ছে নীতিবান, দৃঢ়চেতা, দেশপ্রেমিক ও সুনাগরিক তৈরির সূতিকাগার। স্কাউটিং মানুষকে আত্মমর্যাদায় বিশ্বাসী কুসংস্কারমুক্ত দৃঢ়চেতা দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। স্কাউটের সাথে সম্পৃত্ত স্কাউটরা জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমাজে সচেতনতা সৃষ্টি করতে পারে। এটা তাদের নৈতিক দায়িত্বও। কারণ স্কাউট নীতিবান মানুষ তৈরির মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করে।

‘ফদাংতাং বা উজ্জল আলোয় বিকশিত হতে সোমবার রাঙামাটিতে শুরু হয়েছে পার্বত্য জেলা রোভার মুট-২০১৬। বাংলাদেশ স্কাউটস, রাঙামাটি রোভারের আয়োজনে রাঙামাটি পার্কে অনুষ্ঠিত এ মুট উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। জেলা স্কাউট ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এর সভাপতিত্বে এদিন উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, বাংলাদেশ মানবিধকার কমিশন সদস্য বাঞ্চিতা চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, দৈনিক গিরিদর্পণ সম্পাদক একে এম মকছুদ আহেমদ প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কাউট কমিশনার নুরুল আবছার।

৫দিনব্যাপী এ মুটে কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলার ২৫০ জন রোভার ২৫টি দলে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে।