স্বেচ্ছাসেবী সংগঠন উন্মেষ’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

91

॥ স্টাফ রিপোর্টার ॥

পার্বত্য চট্টগ্রামে সেচ্ছাসেবী সংগঠন উন্মেষের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাঙামাটি দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি। মঙ্গলবার সকালে ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, আলোচনা সভা, শিক্ষা সামগ্রী বিতরণ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়ে কয়েকটি সেচ্ছাসেবী সংগঠন আছে। এর মধ্যে উন্মেষের নামটি অন্যতম। উন্মেষ মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ায়। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে এ কাজটি করে যাচ্ছে। রক্তদান, মানবিক সহায়তা সংগ্রহ, দুর্যোগে অগ্রগামী ভূমিকা রাখে উন্মেষের সদস্যরা।

সকালে ও বিকালের আলোচনা সভায় বিটন চাকমার সভাপতিত্বে অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফাহমিদা আফরোজ জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা। বিশেষ অতিথি ছিলেন, শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা, গৌরিকা চাকমা, ঘাগড়া কলেজের অধ্যক্ষ চায়না চাকমা, ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান, সাংবাদিক হিমেল চাকমা, উন্মেষের উপদেষ্টা স্নেহাশীষ চাকমা, মানবাধিকার কর্মী যশেশ্বর চাকমা বিল্টু, ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি সুভাষ চাকমা,মনোঘর আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বীর কুমার চাকমা।