হতদরিদ্র বাবার স্বপ্ন ভাঙতে দেননি কাপ্তাই ইউএনও রুহুল আমিন

302

॥ নূর হোসেন মামুন ॥

দীর্ঘ ৩০বছর যাবত ট্রাকের ডাইভারি করতেন কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের কোর্ট বিল্ডিং এলাকার মোঃ সেলিম তালুকদার। ৪ ছেলে ১ মেয়েকে নিয়ে কোন রকমে সংসার চলতো। কিন্ত বিধাতার নির্মম পরিহাস হঠাৎ স্ট্রোক করে একদম ঘরে বসে যান এই মানুষটি। এরপরও ছেলেমেয়েদেরকে পড়ালেখা থেকে বঞ্চিত করেননি তিনি।

তাঁর বড় ছেলে মো: সাহেদুর হোসেন পারভেজ কর্ণফুলী ডিগ্রী কলেজে বিবিএস প্রথম বর্ষে অধ্যয়নরত আছে। বাকী ২ ছেলে অধ্যয়নরত আছে কাপ্তাই আল আমিন নূরিয়া মাদ্রাসা এবং ১মেয়ে শহীদ সামসুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ে।

এদের মধ্যে কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র মো সাকিব হোসেন, ৭ম শ্রেণীর ছাত্র সানজিত হোসেন এবং শহীদ সামসুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী সাইমা আক্তার সুমাইয়াকে সোমবার দুপুরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন তাঁর কার্যালয়ে এক সেট করে বই প্রদান করেন এবং ভবিষ্যতে আরোও সহযোগিতার আশ্বাস দেন। তিনি তাদেরকে ভালো ফলাফলের জন্য পরামর্শ প্রদান করেন। এই সময় স্থানীয় সাংবাদিক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।