হাবিব উন নবী খান সোহেলকে নিয়ে জিয়ার কবরে ফখরুল: রাষ্ট্রবিরোধী কোনো চুক্তি দেশের জনগন মেনে নেবে না

532

স্টাফ রিপোর্ট- ৪ এপ্রিল ২০১৭, দৈনিক রাঙামা (প্রেস বিজ্ঞপ্তি):  সকালে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পনের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সাথে ‘প্রতিরক্ষা সমঝোতা’ দেশের জনগনের কাছে গ্রহনযোগ্যতা পাবে না।

তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলেছি, সরকার যেটা বলেছেন যে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে উচ্চতম পর্যায়ে রয়েছে। সম্পর্ক  উচ্চতম পর্যায়ে যদি থাকে, তাহলে এই ধরণের প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা স্বারক সই করার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। শুধু ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা কোনোটাই বাংলাদেশের মানুষের কাছে গ্রহনযোগ্য হবে না। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রাষ্ট্রবিরোধী কোনো চুক্তি বা সমঝোতা দেশের জনগন মেনে নেবে না।”

চারদিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে দিল্লীর পৌঁছেছেন। তার এই সফরে ভারতের সঙ্গে সাইবার নিরাপত্তা, প্রযুক্তি, পরমাণু বিদ্যুৎ, বিজ্ঞান ও প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয়ে তিন ডজন চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সদ্য কারামুক্ত মহানগর সদস্য সচিব ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে নিয়ে সকাল সাড়ে ১১টায় জিয়ার কবরে আসেন। কবরে পুস্পস্তবক অর্পন করে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাতে অংশ নেন। গত ২৩ মার্চে উচ্চ আদালতের জামিন নিয়ে হাবিব উন নবী খান সোহেল কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি লাভ করেন।

এ সময়ে দলের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, আসাদুজ্জামান রিপন, মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বারী হেলাল, মহানগরের কাজী আবুল বাশার, ইউনুস মৃধা, মো. মোহন, যুব দলের সাইফুল ইসলাম নিরব, স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, ছাত্র দলের আকরামুল হাসান প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মহাসচিব।

এক প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ বাংলাদেশের মানুষ সবসময়ে শুধু প্রতিবেশী দেশের কাছে নয়, সমগ্র গণতান্ত্রিক বিশ্বের কাছে প্রত্যাশা করে যে, গণতন্ত্রকে এখানে ফলোপ্রসু করতে, জনগনের অধিকারকে ফিরিয়ে দিতে, জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে গণতান্ত্রিক বিশ্ব তার ভুমিকা পালন করবে।’

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান ।