২১ ও ২২ এপ্রিল শিল্পকলায় মঞ্চস্থ হবে নৃত্যনাট্য- মহুয়া

498
ছবি- শামীমুল আহসান

স্টাফ রিপোর্ট- ৮ এপ্রিল ২০১৭, দৈনিক রাঙামাটি:  মৈমনসিংহ গীতিকার বিখ্যাত পালা মহুয়া। নৃত্যলোক সাংস্কৃতিক কেন্দ্র তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২১ ও ২২ এপ্রিল ‘মহুয়া’ নৃত্যনাট্যটি মঞ্চস্থ করবে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় হবে এ আয়োজন।
কনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনকরে নৃত্যলোক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক কবিরুল ইসলাম রতন একথা জানান । তিনি বলেন, মহুয়া একটি স্বপ্ন প্রকল্প। বৃহৎ পরিসরে শিল্পকলা ও সাহিত্য সমঝদারদের কাছে উপস্থাপনের জন্য অত্যন্ত নিপুনতার সঙ্গে এর কারিগরী দিকসমূহের উৎকর্ষ সাধন করা হয়েছে।

কবিরুল ইসলাম রতনের নৃত্য পরিকল্পনায় ‘মহুয়া’ নৃত্যনাট্যটি অঙ্কিত। গবেষণাকর্মী এক কাজটির নেপথ্য কারিগরও তিনি।
এই নৃত্যনাট্যের কেন্দ্রীয় চরিত্রে রূপায়ন করেছেন নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দীন আলী; আর সংগীত আয়োজনে রয়েছেন আলী আশরাফ ও কলকাতার গৌতম দাস।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ‘মহুয়া’ নৃত্যনাটকের সঙ্গে সংশ্লিষ্ট নৃত্যশিলল্পী জিনাত বরকতউল্লাহ, দীপা খন্দকার, অভিনেতা রহমত আলী, সাদিয়া ইসলাম মৌ, কন্ঠশিল্পী কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদারসহ অনেকেই উপ্স্থিত ছিলেন।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান । তথ্য সুত্র- অন্যমিডিয়া