॥ বন্দরবান প্রতিনিধি ॥ এ সরকারের আমলে পাবত্য এলাকা চিত্র পাল্টে যাবে এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সরকার যথাযথ কাজ করছে তিনি বলেন, জাতিরজনক বংগবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার কাংখিত উন্নয়ন ও গণমুখি ব্যাপক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের চেহারা পাল্টে দিতে চায়। সরকার পাহাড়ের তৃণমুল পর্যায়ে শিক্ষা,যোগাযোগ ব্যবস্থা,কৃষি উন্নয়ন এবং পানীয়জলের সুবিধা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বান্দরবান সড়ক বিভাগের ২টি রাস্তার কাজের উদ্বোধন কালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শনিবার সকালে কেরানীহাট-বান্দরবান এবং বার আউলিয়া-টংকাবতী প্রকল্পের দুই কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক,পুলিশ সুপার মিজানুর রহমা,রাঙ্গামাটি সড়ক ওজনপদ বিভাগের সার্কেল এ কে এম রফিকুল ইসলাম, বান্দরবান সড়ক ওজনপদ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,পাবত্য জেলা পরিষদ সদস্য ক্য সাপ্র“,প্রতিমন্ত্রী আরো বলেন, এ সরকারের আমলে গ্রামীণ এলাকার রাস্তাঘাটসহ ধর্মীয় প্রতিষ্ঠানসমুহের উন্নয়ন ও মানুষকে ধর্মানুরাগী দিকে ঝূঁকে পড়ার ক্ষেত্রে সমুহ সুবিধা প্রদান করে আসছে। তারই অংশ হিসেবে বান্দরবান, রাংগামাটি ও খাগড়াছড়ি জেলার গ্রামে গ্রামে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পুননির্মাণ ও রা¯তার সংস্কার ও মেরামত কাজে বিপুল অর্থ ব্যয় করছে , জেলাগুলোর উন্নয়নে নিয়োজিত সরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো।