২৪ জানুয়ারি মাদকবিরোধী বিতর্ক উৎসবের ফাইনাল প্রতিযোগিত : অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি

453

Photo 1

গত ১৯ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ সিরডাব মিলনায়তনে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী এ বিতর্ক উৎসবের উদ্ভোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, বিশেষ অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান, অনুষ্ঠানের মডারেচটর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণের সাথে উদ্ভোধনী অনুষ্ঠানের প্রতিযোগিতায় সেমি ফাইনাল জয়ী দল- শহীদ পুলিশ স্মৃতি কলেজের বিতর্কিকরা

ঢাকা ব্যুরো অফিস, ২২ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : আগামী ২৪ জানুয়ারি রবিবার সকালে এফডিসিতে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি সপ্তাহব্যাপী আয়োজিত মাদকবিরোধী বিতর্ক উৎসবের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান। সভাপতিত্ব করবেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ডিবেট ফর ডেমোক্রেসি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ উদ্যোগে আয়োজিত এবারের উৎসবের শ্লোগান হচ্ছে ‘মাদকমুক্ত তরুণ প্রাণে, গড়বো দেশ যুক্তির গানে’। রাজধানীর সেরা কলেজসমূহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে প্রতিযোগিতায় অংশ নিয়ে সেমি ফাইনালে উঠেছে সিদ্বেশ্বরী গার্লস স্কুল এন্ড কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, ঢাকা ক্যান্ট: গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ। ২৩ জানুয়ারি শনিবার সেমি ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার আয়োজক সংগঠক ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মাদকাসক্তির কারণ, মাদক প্রতিরোধে পরিবার-সমাজ ও রাষ্ট্রের ভূমিকা, মাদকের কুফল, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক প্রতিরোধ আন্দোলন, গণমাধ্যমের ভূমিকা, সুশীল সমাজের দায়বদ্ধতা, ইত্যাদি বিষয় নিয়ে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরস্কার হিসেবে নগদ অর্থ, ট্রফি, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।

উল্রেখ্য, গত ১৯ মঙ্গলবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক রাজধানীর সিরডাপ মিলনায়তনে সপ্তাহব্যাপী  মাদকবিরোধী এই বিতর্ক উৎসবের উদ্বোধন করবেন।

সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান