৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ঘিরে শিশু একাডেমির প্রতিযোগিতা

780

॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে ৭ই মার্চের ভাষণ পরিবেশন ও চিত্রাংকন প্রতিযোগিতা,আলোচনা সভা,পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি জেলা কার্যালয়। সোমবার (১ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ) জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মিসেস অর্চনা চাকমা স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে, উপযুক্ত বিষয়ের প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার’’ এ অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করেছে। এ অসামান্য অর্জনে অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার আদর্শকে ধারণ করে এ দেশের শিশুরা সুনাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বাংলাদেশ শিশু একাডেমি, রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক আগামী ০৬ মার্চ ২০২১ তারিখ সকাল ১০-০০ টায় একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ পরিবেশন ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং ৭ মার্চ ২০২১ তারিখ সকাল ১০-০০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে।

প্রতিযোগিতার নিয়মাবলী নিম্মরূপঃ
১। ৭ই মার্চের ভাষণ পরিবেশন প্রতিযোগিতাঃ “ক” বিভাগঃ ৪র্থ হতে ৬ষ্ঠ শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়ঃ ৭ই মার্চের ভাষণ পরিবেশন। ‘‘খ’’ বিভাগঃ ৭ম হতে ১০ম শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়ঃ ৭ই মার্চের ভাষণ পরিবেশন।
২। চিত্রাংকন প্রতিযোগিতাঃ ‘‘ক’’ বিভাগঃ নার্সারী হতে ৩য় শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়ঃ ইচ্ছামত। ‘‘খ’’ বিভাগঃ ৪র্থ শ্রেণি হতে ৭ম শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়ঃ ৭ই মার্চ ১৯৭১ এর ভাষণ। “গ” বিভাগঃ ৮ম শ্রেণি হতে ১০ম শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়ঃ ৭ই মার্চ ১৯৭১ এর ভাষণ।

চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ একাডেমি থেকে সরবরাহ করা হবে এবং অন্যান্য সরঞ্জামাদি প্রতিযোগীদের সঙ্গে আনতে হবে। বিজয়ী শিশুদের ৭/০২/২০২১ তারিখ সকাল ১০-০০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার প্রদান করা হবে।

অতএব,আপনি অনুগ্রহ পূর্বক আগামী ০৬ ও ৭ মার্চ ২০২১ তারিখের প্রতিযোগিতা এবং অনুষ্ঠান সমূহে অংশগ্রহণের নিমিত্তে আপনার শিক্ষা প্রতিষ্ঠান/শিশু সংগঠনের ছাত্র-ছাত্রীদের প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।