কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় বিদ্যুৎ কেন্দ্রের সঙ্কট ॥ কমেছে উৎপাদন

394

॥ এম.নাজিম উদ্দিন ॥
সদ্য সমাপ্ত বর্ষা মৌসুমে বৃষ্টি কম হওয়ায় কাপ্তাই হ্রদে পানির সঙ্কট দেখা দিয়েছে। এদিকে পানির সঙ্কটের কারণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাপ্তাই পানি বিদু্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বছরের এই সময়ে (সেপ্টেম্বর মাসে) রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী কাপ্তাই হ্রদে পানি থাকার কথা ১০৩ এমএসএল (ফুট মীন সী লেভেল) এর উপরে। কিন্ত শনিবার বিকেল পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি রয়েছে ৯৯ এমএসএলেরও কম। পানি স্বল্পতার কারণে বর্তমানে পানি বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো জেনারেটর চালু রেখে বিদ্যুৎ উৎপাদন সচল রাখা যাচ্ছে না বলে জানিয়েছেন দায়িত্বরত প্রকৌশলীরা।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার প্রকৌশলী এ টি এম আব্দজ্জাহের জানান, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে ৫ টি জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা গেলেও বর্তমানে পূর্নবাসন কাজে ২ নং ইউনিটটি বন্ধ রাখা হয়েছে। পানির পানি সঙ্করটন কারণে বর্তমানে ১, ৪ ও ৫ নং ইউনিটগুলোও বন্ধ রয়েছে। মূলত এখন শুধুমাত্র ৩ নং ইউনিট হতেই বিদ্যুৎ করা সম্ভব হচ্ছে। শনিবার কন্ট্রোল রুমের রেকর্ড অনুযায়ী ৩ নং ইউনিট হতে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। অথচ এই কেন্দ্রের ৫ টি ইউনিট হতে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রীডে পাঠানো হয়।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীরা জানান, এই বছর পাহাড়ে বৃষ্টিপাত কম হওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। প্রকৌশলীদের মতে, মূল বর্ষা মওসুম শেষ হয়ে গেলেও সাধারণত সেপ্টেম্বরেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে। এই সম্ভাবনা অনুযায়ী যদি এখনও টানা এক সপ্তাহ কাপ্তাইসহ পার্বত্যঞ্চলে বৃষ্টিপাত হয় তাহলেই পানি সঙ্কট কেটে পুরোদমে উৎপাদনে যেতে পারবে এই পানি বিদ্যুৎ কেন্দ্র, অনথায় এ বছর এই কেন্দ্রের উৎপাদন বাড়ার আর কোনো সম্ভাবনা নেই।