জুরাছড়িতে রেডক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের সহায়তা বিতরণ

342

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট এর উদ্যোগে জুরাছড়ি উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও দুঃস্থদের মাঝে ম্যাট ও ফুড প্যাকেজসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার জেলাপরিষদ বিশ্রামাগারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট সহকারি পরিচালক নুরুল করিম সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় পাহাড়ী বাঙালী মিলে ৪০টি দুঃস্থ পরিবারের মাঝে ফুড প্যাকেজ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ২০০ পিস ম্যাট বিতরণ করা হয়।