নানিয়ারচরে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

376

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
নানিয়ারচরে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বপন দেবনাথ।

সাধারণ সম্পাদক রিপন তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার, সাবেক সহ-সভাপতি আনসার আলী, বাবুল কর্মকার, শাহাজান মৃধা, উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দর্শন চাকমা ঝন্টুসহ শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এশিয়া মহাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের বড় একটা অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিকলীগ। দেশের যে কোন দূর্যোগপূর্ণ সময়ে ঝাঁপিয়ে পড়েছে শ্রমিকরা। দলের ডাকে সাড়া দিয়ে রাজনৈতিক অঙ্গনে ভূমিকা রেখেছে।

এসময় রিপন তালুকদার বলেন, দেশে বর্তমানে একটা বিশৃঙ্খলতা বিরাজ করছে। একটা দল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করে যাচ্ছে। নানিয়ারচরে আমরা শ্রমিকলীগ তা হতে দেব না।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াহাব বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালের এই দিনে জাতীয় শ্রমিকলীগ প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের ইতিহাসে শ্রমিকলীগের অনেক বড় অবদান রয়েছে। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে সংগঠনটি।