॥ স্মৃতিবিন্দু চাকমা ॥
পার্বত্য শান্তি চুক্তির কারণে প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবার উন্নয়নসহ পাহাড়ের সকল ক্ষেত্রে উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। তাই চুক্তি বিরোধী না করে শান্তি চুক্তি বাস্তবায়নের স্বার্থে সকলকে এক হওয়ার আহব্বান জানিয়েছেন জুরাছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। শনিবার (১৭ ই অক্টোবর) ফকিরাছড়ি কমিনিউটি ক্লিনিক শুভ উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি জানান, অন্যান্য উপজেলা থেকে জুরাছড়ি উন্নয়নের ক্ষেত্রে এখনো অনেকটা পিছিয়ে রয়েছে। তাই পরিবেশ পরিস্থিতি বজায় থাকলে উন্নয়ন করা সম্ভব। শেখহাসিনা সরকারের যে উদ্যোগ কোন মানুষ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না থাকে এবং যাহাতে ঘরে ঘরে বিদূৎ সেবা সুবিধা পাই সেই লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা বলেন,বর্তমান সরকার ঘরের দোয়ারে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রত্যেক এলাকায় কমিনিউটি ক্লিনিক প্রতিষ্ঠা করে যাচ্ছে। এছাড়া প্রত্যেক ইউনিয়নে নতুন করে ৪-৫ টি কমিনিউটি ক্লিনিক ভবিষ্যতে করার জন্য বর্তমান সরকারের পরিকল্পনা রয়েছে।
এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে টাইবাল হেল্থ কর্মসূচীর আওতায় একদিনের মোবাইল মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এতে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
ফকিরাছড়ি কমিনিউটি ক্লিনিক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ডাঃ তৌফিক, মৈদংও দুমদুম্যা ইউপি ভাঃ চেয়ারম্যান রহিনীকুমার এবং সাধন চাকমা, ভুমিদাতা হেডম্যান স¤্রাট চাকমা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তি বর্গগণ উপস্থিত ছিলেন।