রাজস্থলীতে উৎসব মুখর পরিবেশে দূর্গা পূজা হচ্ছে

414

॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটি জেলাধীন রাজস্থলী উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা বৃহস্পতিবার উৎসবমূখর পরিবেশে উপজেলার তিনটি মান্ডবে শুরু হয়েছে এ উৎসবের আমেজ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যভস্থা জোরদার করা হয়েছে।

সরেজমীনে ঘুরে দেখা যায়, রাজস্থলী হরি মন্দির, বাঙ্গালহালিয়া দক্ষিণেশ্বর কালীবাড়ী ও ছাগল খাইয়া হরিমন্দিরে চলছে দূর্গা উৎসবের আমেজ। এ উৎসবের আমেজ শেষ হবে দশমির দিন সোমবার সন্ধ্যা বেলায়। রাজস্থলী হরিমন্দির পরিচালনা কমিটির সভাপতি সম্ভুবনিক বলেন, প্রতিবছরেরমত এবারো তিনটি মান্ডবে সুন্দর পরিবেশে দূর্গার উৎসব শুরু হয়েছে। উপজেলা পরিষদ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। পুলিশ প্রশাসনও তৎপর। আনসার ভিডিপি মোতায়েন করা হয়েছে। করোনা,র কারনে স্বাস্থ্যবিধি মেনেও সামাজিক দূরত্ব বজায় রেখে পূজা উদযাপন করছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেখ জানান, সরকারের আদেশ অনুসারে পুজা উদযাপন করা হবে। কোন প্রকার বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সে দিকে সকলকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন।