ঐতিহ্যবাহী রাজবন বিহারে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে কঠিন চীবর দানোৎসব

393

॥ স্টাফ রিপের্টার ॥
রাঙামাটির ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার তথা এশিয়া বিখ্যাত ধর্মদেশনা কেন্দ্র রাজবন বিহারে আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ৪৭তম কঠিন চীবর দানোৎসব। দেশ বিদেশের বৌদ্ধ সম্প্রদায়ের অত্যন্ত কাঙ্খীত এই ধর্মীয় সমাবেশ ও আয়োজন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিসভা। সোমবার (০২ নভেম্বর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার অঞ্জন কুমার দাস, এনএসআই এর সহকারি পরিচালক মোঃ রেজওয়ানুল হক, কোতয়ালী থানার ওসি(তদন্ত) খান নুরুল ইসলাম, ডিজিএফআই এর সিকিউরিটি অফিসার কাজী নাজমুল হোসাইন, পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুপতি রঞ্জন চাকমা, পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, রাঙামাটি রাজ বনবিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি দীপক খীসা ও সাধারণ সম্পাদক অমিয় খীসা, জেলা রোভার স্কাউটের নুরুল আবছার, রেড ক্রিসেন্ট রাঙামাটি সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিগত বছরের কার্যবিবরণী পর্যালোচনা এবং উত্থাপিত বিভিন্ন বিষয়ে আলোচনার পর বর্তমান সময়ের বাস্তবতায় এবং করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ২৭ নভেম্বর সংক্ষিপ্তাকারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে এবছর এ উৎসবের অন্যতম আকর্ষণ বেইন বুনা অনুষ্ঠিত হবেনা।