সিলেটি পাড়ায় ঈদে মিলাদুন্নবী মাহফিল

367

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পৌরসভার ৫নং ওয়ার্ডের আওতাধনি সিলেটি পাড়ায় ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বাদ মাগরিব সিলেটি পারা জামে মসজিদে এলাকাবাসীর আয়োজনে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি সিনিয়র মাদ্রাসার শিক্ষক ক্বারী ওসমান গণি চৌধুরী, আল হাসানাইন তালিমুল কোরআন সেন্টার রিজার্ভমূখ’র সভাপতি মাওলানা মো. নাজমুল হক ইয়ামেনী, শেখ সায়েদ আল জায়েদ জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মো. নূরুল আলম, সিলেটি পাড়া জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মো. রাসেল আলী, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. ফখরুদ্দীন, সহ-অর্থ সম্পাদক মো. সালাউদ্দীন, সদস্য মো. সেলিম।

এরাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন- মো. আলী, মো. আকতার, আবুল কালাম আজাদ (সুমন), মো. বাবলু, রবিউল হোসেন হৃদয়, মো. হানিফ, শফিকুল ইসলাম অন্তর, রানা, ইসমাঈল, রিয়াজ, শাহ আলম, মো. আলমগীর, আফাজ প্রমূখ। শেষে দেশ ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।