প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পিওর আইটির ২দিনের ফ্রি সার্ভিসিং

361

॥ গোলাম মোস্তফা ॥
পহেলা ডিসেম্বর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে ২দিন ব্যাপি ল্যাপটপ সার্ভিসিং করলো পিওর আইটি। পিওর আইটি প্রতিষ্ঠার পর থেকে ৪ টা সেক্টর নিয়ে কাজ করছে। মিশন ২০২১ এবং ভিশন ২০৩১ পূরণ করার লক্ষ্যে তারা কাজ করছে।

বর্তমানে ট্রেইনিং ইনস্টিটিউট যেখানে কম্পিউটার প্রশিক্ষণ করানো হয়, কোচিং ইনস্টিটিউট যেখানে একাডেমিক পড়া ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে পড়ানো হয়, গেজেট শপ যেখানে ডেস্কটপ, ল্যাপটপ এক্সসরিজ সেল করা হয় এবং অনলাইন সেবা যেখানে ওয়েবসাইট, ডোমেইন, হোস্টিং এবং সফটওয়্যার নিয়ে কাজ করা হয়।

সর্বমোট ৩১ টি ল্যাপটপ, ৭ টি ডেস্কটপ, ৩ টি ইউপিএস। কাজ করেন পিওর আইটি ট্রেইনিং ইন্সটিটিউট এর হার্ডওয়্যার ও সফটওয়্যার ইন্সট্রাক্টর তৌহিদুর রহমান ফোরকান।