রাঙামাটিতে মানসম্মত শিক্ষা নিয়ে তথ্য আপার উঠান বৈঠক

404

॥ স্টাফ রিপোর্টার ॥
মানসম্মত শিক্ষা নিয়ে রাঙামাটিতে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের কলাবুনিয়া এলাকায় বেলা ১১ টায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এটি তথ্য আপার ২৫তম উঠান বৈঠক।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় এই উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা।

এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার, তথ্যসেবা কর্মকর্তা নাসরিন আক্তারসহ তথ্যসেবা সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, মেয়েদের শিক্ষা, মহিলাদের স্বাস্থ্য, বাল্যবিবাহ, করোনা ভাইরাস বিষয় নিয়ে আলোচনা করেন।

এর আগে তথ্য আপা নাসরিন আক্তার, প্রকল্পের কার্যক্রমসমূহ ও শিক্ষা বিষয়ক নানা তথ্য উপাত্ত স্থানীয় মহিলাদের মাঝে তুলে ধরেন। পরে, বৈঠকে অংশ নেয়া ২৫ জন মহিলার মাঝে করোনা সতর্কতামূলক মাস্ক বিতরণ করা হয়।