নানিয়ারচরে সড়ক দূর্ঘটনা রোধে ইউএনও’র মতবিনিময় সভা

443

॥ মাহাদী বিন সুলতান ॥
নানিয়ারচরে বেপরোয়া মোটরসাইকেল চালানোর ফলে সৃষ্ট দূর্ঘটনা রোধে চালকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী’র সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, নানিয়ারচর থানার ওসি তদন্ত মাসুদ খান ও উপজেলার প্রায় শতাধিক মোটরসাইকেল ও সিএনজি চালকরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতির বক্তব্যে শিউলি রহমান তিন্নী বলেন, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল, সিএনজি, জীপ, ট্রাক, বাস এমনকি কোন প্রকার যানবাহন চালাবেন না।

তিনি আরো বলেন, গাড়ি ও ড্রাইভারের লাইসেন্স ছাড়া, অসাবধানতাবশত, যান্ত্রিক ত্রুটি ও লাইসেন্স বিহীন গাড়ি চালাবেন না। আপনারা যদি এই নিয়ম গুলো মেনে না চলেন তাহলে যখন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তখন আপনারাই নানা সমস্যার সম্মুখীন হবেন।