রাজসিক সংবর্ধনায় বিদায় নিলেন এসপি আলমগীর কবির

879

॥ সৌরভ দে ॥
রাঙামাটিতে ২ বছর ৯ মাস দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন পর্যটনবান্ধব পুলিশ সুপার আলমগীর কবির। ২৫ ডিসেম্বর(শুক্রবার) তাঁর বিদায় উপলক্ষে রাজসিক আয়োজন করে জেলা পুলিশ। গার্ড অব অনারসহ বাংলাদেশ পুলিশের চিরায়ত নিয়ম অনুযায়ী বিদায় জানানোর পাশাপাশি পুলিশ সুপারকে বহনকারী ফুলে ফুলে সুশোভিত গাড়ির সামনের দুই পাশের রশি টেনে কার্যালয় হতে গেইট পর্যন্ত পৌঁছে দেয় জেলা পুলিশের সদস্যরা। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অশ্রুসজল নয়নে তাঁর বিদায়কালে নবাগত পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেনসহ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) জুনায়েত কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর)মাঈন উদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (এএসএফ)রনজিত কুমার পালিত, সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) আব্দুল আওয়াল চৌধুরী, রাঙ্গামাটি জেলা পুলিশের উর্ধ্বতন অফিসার ও সদস্যবৃন্দ।

এর আগে নবাগত এসপি মীর মোদ্দাছ্ছের হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী এসপি আলমগীর কবির। পরে বিদায়ী ও নবাগত পুলিশ সুপার একে অপরকে মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানান। প্রসঙ্গত, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নিরাপত্তা প্রদান, করোনার প্রথম ধাক্কা মোকাবিলাসহ বেশকিছু চ্যালেঞ্জ অত্যন্ত দক্ষভাবে সামলিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

রাঙামাটিতে দায়িত্ব পালনকালীন সময়েই নিজের নিষ্ঠা ও সততার জন্য পুরষ্কৃত হয়েছেন পুলিশ বাহিনীর অন্যতম সম্মানজনক “রাষ্ট্রপতি পুলিশ পদক(পিপিএম)-সেবা”পদকে, পেয়েছেন আইজিপির প্রশংসাপত্র। এছাড়াও রাঙামাটি জেলা পুলিশ পরিচালিত পলওয়েল পার্ককে ঢেলে সাজিয়ে পাহাড়ের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন পর্যটন বান্ধব এই এসপি।

তার বিদায় প্রসঙ্গে স্থানীয় অনেকেই এই বলে মন্তব্য করেছেন যে, এসপি আলমগীর কবিরের শূণ্যস্থান হয়তো পুরণ হবার নয়। কারণ তিনি তার রুটিন দায়িত্বের বাইরে এসে রাঙামাটিবাসীর জন্য যে সম্পদ তৈরি করে দিয়ে গেছেন, এমন কর্মবীর সবাই হয় না। তবু নতুন এসপির কাছে তাদের প্রত্যাশা, নিশ্চয়ই তিনি পূর্বসূড়ির ধারাবহিকতা অব্যাহত রাখবেন।