কাউখালীতে নির্যাতিত মহিলা দলের তিন নেত্রীকে বিএনপির অনুদান প্রদান

442

॥ স্টাফ রিপোর্টার ॥
কাউখালী উপজেলা মহিলা দলের তিন নেত্রীর ঘরে আওয়ামী লীগ কর্মীদের দ্বারা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে রাঙামাটি জেলা বিএনপি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়।

সোমবার (২৮ ডিসেম্বর) রাঙ্গামাটি জেলা বিএনপি’র কার্যালয়ে রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলমের সভাপতিত্বে এইসব অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নিবার্হী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, বিএনপি’র জাতীয় নিবার্হী কমিটির উপজাতীয় বিষয়ক সহ সম্পাদক লেঃ কর্ণেল (অবঃ) মনীষ দেওয়ান, বিএনপি’র জাতীয় নিবার্হী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, রাঙ্গামাটি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দীপেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক এড. সাইফুল ইসলাম পনির, সদর উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মামুনুর রশিদ মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

এসময় বক্তারা বলেন, যারা বিভিন্ন সময় দলের জন্য নিবেদীত হয়ে কাজ করেছেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সব সময় দলের নেতাকর্মীদের খোঁজ খবর নেন এবং রাজনৈতিক প্রতি হিংসামূলক ঘটনায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ান।

বক্তারা আরো বলেন, বর্তমান স্বৈরাচারী সরকার দমন নিপীড়ন করে বাংলাদেশ থেকে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায়, কিন্তু তারা জানেনা বিএনপি এই দেশের গণমানুষের দল। আমরা আমাদের ক্ষুদ্রতম সামথ্য দিয়ে মানবতা এবং দলের ক্ষতিগ্রস্থ নেতাকর্মীদের অসহায় পরিবারের পাশে থাকবো, যতক্ষন না সর্বশেষ ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়াতে পারি। আর বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকের উচিত দলের অবহেলিত নির্যাতিত নেতাকর্মীদের পাশে এসে দাঁড়ানো।