পাহাড়ে শিক্ষার প্রসারে সবাইকে কাজ করতে হবেঃ পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

409

॥ বান্দরবান  প্রতিনিধি ॥
পাহাড়ে শিক্ষার প্রসারে সবাইকে কাজ করতে হবে। শুধু শিক্ষিত হলে চলবে না সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার উন্নয়নে শিক্ষকদের আরো যত্মশীল হতে হবে এমনটাই মন্তব্য করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে বান্দরবানের বাসস্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন শেষে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে আর সরকারের আন্তরিকতায় শিক্ষাব্যবস্থার উন্নয়ন অব্যাহত রয়েছে। এসময় মন্ত্রী আরো বলেন, মহামারি করোনার কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ নেই,অনলাইনে ও চলছে পাঠদান কার্যক্রম।

এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৬৭ লক্ষ ১৯হাজার টাকা ব্যয়ে বাসস্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.শহিদুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শমিষ্ঠা আচার্য্য, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান খোকন, সৌরভ দাশ শেখরসহ বাসস্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক শিক্ষিকা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।