॥ বিশেষ প্রতিনিধি ॥
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, পার্বত্যবাসীর প্রতি প্রধান মন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে এখানে অনেক দূর্গম এলাকায় ঘরে ঘরে আজ বিদ্যুতের আলো জ¦লছে। ফলে এখানে এখন প্রত্যন্ত পাহাড়ী পল্লী সমুহে মানুষ ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল ব্যবহার করতে পারছে। তিনি বলেন, এখানে স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ডের ফলে বিভিন্ন জাতি বর্ণ, ধর্মের মানুষের মাঝে আজ সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের মানুষকে ভালোবাসে, তাই এই অঞ্চলে অবকাঠামোগত ও মানুষের কাংক্ষিত উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছেন।
তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের হেডম্যান- কার্বারীদের ভাতা ইতোমধ্যে বাড়ানো হয়েছে। পাশাপাশি হেডম্যান কার্বারীদের জন্য অফিসের ব্যবস্থা করা হবে পর্যায়ক্রমে। তিনি গতকাল মঙ্গলবার রাঙামাটির ওয়া¹া হেডম্যান পাড়ায় ওয়া¹া ছড়ার উপর নব নির্মিত ব্রীজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৮০ লক্ষ ব্যয়ে নব নির্মিত ওয়া¹া ব্রীজ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় হেডম্যান অরুন তালুকদার। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য অং সু ছাইন চৌধুরী, জেলা পরিষদ সদস্য দিপ্তীময় দালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ৫ নং ওয়া¹া ইউপি চেয়ারম্যান চিরনজিৎ তঞ্চঙ্গ্যা, কাপ্তাই উপজেলা পুলিশ ইনর্চাজ নাসির উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী মিজ ত্রয়া সরকার এবং স্থানীয় হেডম্যান কারবারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।