ধর্ষণ ঘটনায় আপোষ করেনি প্রোগ্রেসিভ

443

সংবাদ বিজ্ঞপ্তি
রাঙামাটি শহরে একটি ধর্ষণ ঘটনার বিষয় নিয়ে কোনো আপোষ উদ্যোগ নেয়নি বলে বিবৃতি দিয়েছে বেসরকারি সংস্থা প্রগ্রেসিভ। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে আপোষ মিমাংসার সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় কতিপয় ইলেকট্রনিক্স মিডিয়ায় ২৯/০৩/২০২১ইং তারিখ এ প্রকাশিত কথিত ধর্ষণ ঘটার মীমাংসার বিষয়ে প্রোগ্রেসিভের (বেসরকারী উন্নয়ন সংস্থা) সংশ্লিষ্টতা বিষয়ক সংবাদটি প্রংসঙ্গে ৩০/০৩/২০২১ইং তারিখে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রোগ্রেসিভ রাঙ্গামাটির নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, ‘সিএইচটি ওমেন এক্টিভিষ্ট ফোরাম’ এর সভাপতি টুকু তালুকদার ও ‘সিএইচটি ওমেন এক্টিভিষ্ট ফোরাম’ এর উপদেষ্টা নিরূপা দেওয়ান যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, প্রোগ্রেসিভ একটি স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা। এটি নারীর অধিকার ও ক্ষমতায়নে কাজ করে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কল্পে বিভিন্ন পেশার নারীদের সমন্বয়ে গঠিত ‘সিএইচটি ওমেন এক্টিভিষ্ট ফোরাম’ এর মাধ্যমে সহিংসতার শিকার নারীদের আইনী সহায়তা পাওয়া ও কাউন্সেলিং এর ক্ষেত্রে সহযোগীতা দিয়ে আসছে। বিগত ২৯/০৩/২০২১ইং তারিখে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ শোনার পর আহনী সহযোগিতার জন্য ‘ব্লাস্ট রাঙ্গামাটি’ ইউনিটে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করা হয়। অভিযোগকারীদের সাথে অত্র ফোরামের ২ জন সদস্য সহযোগীতার জন্য ব্লাস্ট অফিসে যান। পরবর্তীতে উক্ত বিষয়টি ফলোআপ করতে গিয়ে জানা যায় যে, অভিযোগকারী ও ভুক্তভোগীর পরিবার আইন আদালতের আশ্রয় না নিয়ে পারিবারিকভাবে বিষয়টি নিষ্পত্তির সিদ্ধান্ত গ্রহন করেন। এ ব্যাপারে প্রোগ্রেসিভ ও ‘সিএইচটি ওমেন এক্টিভিষ্ট ফোরাম’ এর কোন সংশ্লিষ্টতা নেই। সংবাদ বিজ্ঞপ্তি