নানিয়ারচরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেন ইউএনও

493

গোলাম মোস্তফা

করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, জনসাধারনের মাঝে শতভাগ মাস্ক নিশ্চিত করা, পণ্যের অতিরিক্ত মূল্যবৃদ্ধি রোধ, বাজার মনিটরিং করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী। সোমবার (১২ এপ্রিল) দুপুরে নানিয়ারচরে উপজেলা বাজার, ইসলাম পুর,বৌ-বাজারসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

এসময় সড়ক ও মোটরযান আইনের ১৮ এর ৬৬ ধারা মোতাবেক মোটর বাইক ও অটোরিক্সাসহ মোট ১০টি গাড়ি মামলার আওতায় এনে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং স্বাস্ব্য বিধি না মানায় ভ্রাম্যমান আদালতের দণ্ডবিধির ১৮৬০ ধারার ২৬৯ আইনে ৪ জনকে মোট ৪০০ টাকা জরিমানা করা হয়।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার বিজু উপলক্ষে স্থানীয় বাজারে আসা শিশুদের মাস্ক পরিয়ে দেয়া এবং মায়েদের মাঝে মাস্ক বিতরণসহ বাজার মনিটরিং করেন। অভিযান চলাকালীন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নানিয়ারচর থানার এ এস আই মোঃ-মোশারফ হোসেন সহ পুলিশ সদস্যারা।