|| কাপ্তাই প্রতিনিধি ||
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় (৬-১০) জুন পর্যন্ত ৫ দিন ব্যাপী শুরু হলো ভূমি সেবা সপ্তাহ ২০২১। ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী দিন রবিবার সকালে কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মইনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
এসময় কাপ্তাই উপজেলার সংশ্লিস্ট হেডম্যান, কারবারী সহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মইনুল হোসেন চৌধুরী জানান, কাপ্তাইয়ে শুরু হওয়া ৬ থেকে ১০ জুন পর্যন্ত চলমান এই ভূমি সেবা সপ্তাহে ভূমি উন্নয়ন কর আদায়, নামজারী কার্যক্রম তরান্বিতকরণ এবং ভূমি বিষয়ক সকল সহায়তা পাওয়া যাবে।