নাইক্ষ্যংছড়ির উপবন লেকে ‘ওয়াচ টাওয়ার’ উদ্বোধন

393

॥ নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলার সদরের উপবন পর্যটন লেকে ওয়াচ টাওয়ার এর শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসাক। রবিবার (৬ জুন ২০২১ইং) সকাল সাড়ে ১১টায় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি উপবন পর্যটন লেক পরিদর্শনের শেষে উপবন লেকে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া অফরিন কচি’র তত্তবধানে নতুন ওয়াচ টাওযার তিনি উদ্বোধন করেন।

বান্দরবান জেলা প্রশাসক উদ্বোধনকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি’র সার্বিক বিষয়ে প্রসংশা করে বলেন, উপবন পর্যটন লেকটি দারুন সুন্দর হয়েছে এবং এটি একটি চমৎকার উদ্যোগ।

উপবন লেকের ওয়াচ টাওয়ার এর উদ্ধোধন সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানোওয়ান চাকসহ নাইক্ষ্যংছড়ি উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।