॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
বিলাইছড়ি উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্ব প্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর তত্বাবধানে উপজেলা শিল্পকলা একাডেমীতে প্রশিক্ষণের আয়োজন করে বিলাইছড়ি উপজেলা প্রশাসন।
এ সময় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা নির্র্বাহী কর্মকর্তা ও উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি’র সভাপতি মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ আলী।
প্রশিক্ষণে উপজেলায় কিভাবে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (২০১৩ সালের সংশোধনীসহ) বাস্তবায়ন করা যায় তার জন্য গ্রুপ ভিত্তিতে বিভিন্ন সুপারিশমালা দেওয়া হয়। । প্রশিক্ষণে উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ছাড়াও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।