দৈনিক রাঙামাটি’র অনলাইন নিউজ পোর্টালে ‘আদালত বসিয়ে রাঙামাটিতে ফার্নিচার দোকানের নগদ টাকাসহ ১৩ লাখ টাকার মালামাল লুটপাট’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রতিবাদ জানিয়েছেন রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন পেয়ারু। গত শুক্রবার (০৪জুন) সংবাদটি প্রচারিত হয়।
প্রেরিত প্রতিবাদ লিপিতে তিনি ঘটনাটির ভিন্ন ব্যাখ্যা দিয়ে বলেন, সমিতির সদস্যদের রোষানল থেকে রক্ষার জন্য তারা ওই দোকানের মালামাল নিরাপত্তা হেফাজতে নিয়েছেন। যা সমিতির সভায় সিদ্ধান্তের ভিত্তিতে করা হয়েছে। তাই আমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
তিনি দাবি করেন যে, ‘প্রকৃত ঘটনা হলো, গত (২জুন) রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডর সমিতির সদস্য মো: ইউছুফ এর সাথে আমার ব্যবসায়িক লেনদেন বিষয়ে এক অনাকাঙ্খিত ঘটনার কারণে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডর সদস্যদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আইন -শৃঙ্খলার অবনতি ও দোকান ভাংচুরের মত অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিলে বৃহস্পতিবার (৩জুন) সমিতির কার্যকরি পরিষদের জরুরী সভার আহব্বান করে সভার সিদ্ধান্তনুযায়ী মো: ইউছুপের দোকানের সমস্ত মালামাল সমিতি ভবনের ৪র্থ তলায় এনে নিরাপদে সমিতির নিজস্ব ভবনে হেফাজতে রাখার সিদ্ধান্ত হয়। সমিতির কার্য্যকরি পরিষদ ও গণ্যমান্য ব্যবসায়ী ব্যক্তিবর্গ এবং দোকানের জমিদারকে সামনে রেখে উক্ত মালামাল সমিতির হেফাজতে এনে রাখা হয়।’’
তিনি বলেন, আমি রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমিতি লিমিটেডের দুইদুইবারের একজন নির্বাচিত সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা রেজি:কৃত অটোরিক্সা (সিএনজি) মালিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। কে বা কারা প্রতিহিংসামূলক চরিতার্থ করার জন্য আমার বিরুদ্ধে এহেন কর্মকান্ডে লিপ্ত হয়েছে। আমি মনে করি, আমার সততা ও জনপ্রিয়তায় ঈর্ষান্তিত হয়ে একটি কুচক্রী মহল/ পরাজিত শক্তি আমার বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে আসছে এবং চেষ্টা করে যাচ্ছে। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান জানাচ্ছি।