কাপ্তাইয়ে লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে পুলিশ

416

|| কাপ্তাই প্রতিনিধি ||

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে কাপ্তাই থানা পুলিশ। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কঠোর লকডাউনের ১ম দিনে কাপ্তাইয়ের বড়ইছড়ি সদর, কেপিএম এলাকা, রেশম বাগান চেকপোস্ট, মিশন এলাকা সহ বিভিন্ন জায়গায় জনগনকে সচেতন করতে এবং সরকারি ঘোষিত বিধি নিষেধ গুলো কার্যকরে প্রচারনা অভিযান চালিয়েছে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন।

এসময় তিনি জনগণকে সচেতন করতে সরকার ঘোষিত লগডাউনের বিধি নিষেধ গুলো প্রচার করার পাশাপাশি সবাইকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান। উক্ত প্রচারণা অভিযানে কাপ্তাই থানার পুলিশ সদস্যরাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে কঠোর লকডাউনে কাপ্তাই এর রেশম বাগান চেকপোস্ট, মিশন এলাকা সহ কাপ্তাইয়ের বিভিন্ন প্রবেশ মুখ পয়েন্টে কাপ্তাই থানা পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছে।