জুরাছড়ি উপজেলায় ৯০ ভাগ মানুষ স্বাক্ষর দিতে পারে

369

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

জুরাছড়ি উপজেলায় ৯০ ভাগ মানুষ স্বাক্ষর দিতে পারে জানিয়েছে জুরাছড়ির শিক্ষা ও প্রশাসনিক কর্মকর্তারা। আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের আলোচনা সভায় বুধবার এই তথ্য জানাননো হয়। জুরাছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে রির্সোস সেন্টার হলরুমে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি

উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, বর্তমানে জুরাছড়ি উপজেলায় ৯০ ভাগ মানুষ নিজের সাক্ষর দিতে পারেন। বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্পে মাষ্টারোলে দেখা যায় অধিকাংশ টিপসহি। যাতে মাষ্টারোলে টিপ সহির পরিবর্তে সাক্ষর গ্রহণ করা হয় এজন্য সমাজের আলোকবর্তিকা ব্যক্তি শিক্ষকদের মাধ্যেমে জনসচেতনতা বাড়ানোর জন্য অনুরোধ করেন।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ সভাপতিত্বে রির্সোস কর্মকর্তা মোরশেদুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা,সহকারি শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর, শিক্ষক সমিতির সভাপতি নিত্যানন্দ চাকমা প্রমূখ।