বাঘাইছড়ির উগলছড়িতে ঈদে মিলাদুন্নবী ঘিরে সুন্নী সম্মেলন

389

॥ এম. নাজিম উদ্দীন ॥

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়িতে ঐতিহাসিক পবিত্র শাহাদাতে কারবালার স্মরণে ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে উগলছড়ি এলাকাবাসীর উদ্যোগে ১৪তম সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার রাতে উগলছড়ি গ্রামের নিউ লাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রখ্যাত আধ্যাত্বিক সুফী সাধক আল্লামা সৈয়দ মোহাম্মদ নুর বড় হুজুর কেবলা (রহ.) এর উত্তরসূরী আলহাজ্ব মাওলানা সৈয়দ মোহাম্মদ আব্দুন নূর শাহ (মা.জি.আ.) সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাঘাইছড়ি পৌরসভার মেয়র মো.জাফর আলী খান।

বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবুল কাইয়ুম, বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরতুল আল্লামা মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী। প্রধান বক্তা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা মাওলানা মুফতি গোলাম কিবরিয়া।

বিশেষ বক্তা হযরত ইমাম হোসাইন (রা.) সুন্নীয়া নূরীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা ফরিদ উদ্দিন নূরীসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্র্গসহ প্রায় দশ হাজার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী তার বয়ানের মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য, ইসলাম অন্য ধর্ম নিয়ে কি বলে এবং সমাজে মাদকের ভয়াবহতা নিয়ে বয়ান করেন।

বয়ান শেষে এক পর্যায়ে মাদক থেকে দুরে থাকতে পবিত্র কোরআন হাতে প্যান্ডেলে উপস্থিত সবাইকে শপথ করান মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী। পরে সকলের অনুরোধে আযান দিয়ে শুনান এবং মোনাজাত পরিচালনা করেন।