এএসপি তাপস রঞ্জনকে নানিয়ারচর থানার বিদায়ী সংবর্ধনা

435

নানিয়ারচর প্রতিনিধি

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে বিদায় সংবর্ধনা জানিয়েছে নানিয়ারচর থানা। শনিবার বিকালে তাপস রঞ্জন ঘোষ কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্বারক দিয়ে বিদায় জানান, নানিয়ারচর থানার ওসি সুজন হালদার।

এসময় ওসি তদন্ত রফিকুল ইসলাম, এসআই আব্দুল মান্নান, এসআই এবিএম তারেক হোসেন ও এসআই কাজি গোলাম মহিউদ্দিনসহ থানার সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। এর আগে তাপস রঞ্জন নানিয়ারচর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এছাড়াও সকল পুলিশ সদস্যকে সৎ থেকে এবং নিয়ম মেনে পুলিশিং সেবা প্রদানে পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা।