জুরাছড়িতে অসহায়দের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন দিপংকর তালুকদার এমপি

513

জুরাছড়ি প্রতিনিধি 

জুরাছড়ি উপজেলার ২নং বনযোগীছড়া ইউনিয়নে রাস্তার মাথা এলাকায় বাংলাদেশের ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর, সমাজকল্যাণ মন্ত্রনালয় ও পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে আত্মসামাজিক উন্নয়নের লক্ষ্যে ৭৬ জন ছাত্র-ছাত্রী ও দুঃস্থ অসহায় ৭৬ পরিবারের মাঝে নগদ অর্থ এবং ক্যান্সার আক্রান্ত ৫ জন রোগীকে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দিপংকর তালুকদার এমপি।

রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

অনুষ্ঠানে জুরাছড়ি থানার ওসি মোহাম্মদ শফিউল আজমসহ স্থানীয় আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্য দিপংকর তালুকদার এমপি বলেন, বিগত সময়ের চেয়ে বর্তমানে জুরাছড়ি অনেক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। জুরাছড়ি সদর থেকে বনযোগীছড়া সংযোগ সেতু করা হবে এর পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০ শষ্যা থেকে ৫০ শষ্যায় উন্নীত করা হবে। আগামীতে জুরাছড়ি সদর থেকে দুমদুম্যা ইউনিয়নের বড়কুড়াইদিয়া পর্যন্ত এবং ঘিলাতুলী থেকে বরকলক পর্যন্ত রাস্তা করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

পরে কৃষকলীগ সাধারণ সম্পাদক জ্ঞানমিত্র চাকমার সঞ্চালনায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।