কাপ্তাইয়ের গভীর অরণ্যে আরো একটি বিশাল অজগর সাপ অবমুক্ত

370

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই সদর বিটের গভীর অরণ্যে একটি বিশাল অজগর সাপ অবমুক্ত করেছে কাপ্তাই বনবিভাগ। যার দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট এবং ওজন প্রায় ২৮ কেজি। সাপটি গত বুধবার অবমুক্ত করা হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, সিএইচটিডব্লিউসিএ প্রকল্পের উপ প্রধান বন সংরক্ষক ও প্রকল্প সমন্ময়ক মোঃ মঈনুদ্দিন খান, রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ছালেহ মোঃ শোয়াইব খান এর উপস্থিতিতে কাপ্তাই সদর বিটের গভীর অরণ্যে অজগর সাপটি বুধবার অবমুক্ত করা হয়েছে।

এছাড়া সাপটি কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনীর কাসের ঘাট থেকে বনবিভাগের কর্মীরা উদ্ধার করেছে বলে তিনি জানান। এদিকে এর পূর্বেও কাপ্তাই জাতীয় উদ্যান সহ বনবিভাগের আওতাধীন বিভিন্ন গভীর অরন্যে বেশ কয়েকটি অজগর সাপ সহ বিভিন্ন বণ্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।