জুরাছড়িতে ছয় দিনের আইসিটি প্রশিক্ষণ কর্মশালা

225

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প – স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) আয়োজনে রোববার (১৭ জুলাই) জুরাছড়ি উপজেলা পরিষদ হলরুমে ৬ দিনের আইসিটি ও পেশাগত দক্ষতা উন্নয়নের উপড় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন জুরাছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও ভাঃ উপজেলা চেয়ারম্যান রিটন চাকমা।

প্রশিক্ষণ প্রদান করেন সহকারি প্রোগামার বিপুল বণিক রাঙামাটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস আলপনা চাকমা, উপজেলা রিসোর্স কর্মকর্তা মোরশেদুল আলম।