২৬ ডিসেম্বর প্রাথমিক সহকারী শিক্ষকদের মহাসমাবেশ

572

Somabe

ঢাকা ব্যুরো অফিস, ২৩ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি (সংবাদ বিজ্ঞপ্তি) : প্রাথমিক সহকারী শিক্ষক ফেডারেশনের ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৬ ডিসেম্বর ২০১৫, শনিবার সকাল ১১টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। পূর্ব নির্ধারিত ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার মহাসমাবেশ ঈদ-ই-মিলাদুন্নবীর ছুটি কারণে পরিবর্তন করে আগামী ২৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

পরিবর্তিত তারিখের মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দ। আজ ২৩ ডিসেম্বর, এক বিবৃতিতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ফেডারেশনের সভাপতি শাহিনুর আল আমীন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুর রহমান বিশ্বাস, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি নাসরিন সুলতানা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ফোরামের সভাপতি মো. জসিম উদ্দিন আগামি ২৬ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে মহা-সমাবেশ সফল করার জন্য তাদের প্রতিটি ইউনিট, উপজেলা ও জেলা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। বার্তা প্রেরক- এ কে এম খসরুজ্জামান

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান