ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

234

॥ স্টাফ রিপোর্টার ॥

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। বুধবার বিকেলে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে তারা সমাবেশে মিলিত হয়।

সামবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, সহ-সভাপতি খোরশেদ আলম, এমদাদুল হক মানিক, নাজমুল হুদা ও হাসান সুমন, যুগ্ম সম্পাদক ফজরুল ইসলাম, আবুল কালাম সগির, মো. সাজ্জাদ ও মেহেদী, কলেজ ছাত্রদলের আহ্বায়ক- মো. আল আমিন ও সদস্য সচিব অলি আহাদ, লংগদু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তরিকুল ইসলাম তুহিন, জাতীয়তাবাদী হিন্দু ছাত্র পরিষদ রাঙামাটি জেলার সভাপতি রাজন রক্ষিত সহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।