অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মৌসুমী পণ্য ব্যবসায়ী সমিতি

98

॥ স্টাফ রিপোর্টার ॥

রিজার্ভ বাজারের মহসিন কলোনিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি ভাসমান মৌসুমী পণ্য ব্যবসায়ী সমাবায় সমিতি লিমিটেড। মঙ্গলবার বিকেলে সমিতির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারের মাঝে (চাউল, তেল, পিঁয়াজ, মসুর ডাল, লবন, হলুদ, মরিচ, রসুন ও সাবান) বিতরণ করেন।

এসময় সমিতির সভাপতি মো. আব্দুর রহিম সওদাগর ও সাধারণ সম্পাদক মো. সাগর সওদাগরের নেতৃত্বে কোষাধ্যক্ষ মো. শাহ আলম সওদাগর সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এবং হিলফুল ফুজুল তরুণ সংঘের সভাপতি শফিকুল ইসলাম শাহিন, কোষাধ্যক্ষ মোঃ আবু মুসা, যুগ্ম সম্পাদক জাহিদুল রানা, সদস্য মোঃ আবুল হাসেম, মোঃ মামুন, মোঃ শহিদ, মোঃ ইকবাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে তারা ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন।