পেকপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সোলার প্যানেল ও শিক্ষা উপকরণ বিতরণ

88

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

এলজিএসপি প্রকল্পের আওতায় জুরাছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে পেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণসহ সোলার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন ইউপি চেয়ারম্যান ইমন চাকম। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপেন্দু চাকমা, ওয়ার্ড মেম্বার বকুল চাকমা, বিদ্যালয় সভাপতি ধনকুমার চাকমাসহ অন্যান্য শিক্ষক ওঅভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান ইমন চাকমা বলেন, বর্তমানে শিক্ষার কোন বিকল্প নেই, শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার দৃশ্যমান উন্নয়ন করে যাচ্ছে, তারই অংশ হিসেবে এসব উপকরণ বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতে ও এসব সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান। তিনি অভিবাবক এবং শিক্ষকদের প্রতি অনুরোধ করেন কোন শিক্ষার্থী যেন অনুপস্থিত না থাকে সেজন্যে সকলকে আন্তরিকতার মনোভাব নিয়ে কাজ করার জন্য অনুরোধ জানান।