॥ স্টাফ রিপোর্টার ॥
ব্রাক্ষণবাড়িয়ায় পুলিশের গুলিতে নিহত নয়ন মিয়ার পরিবারকে শোক ও সমবেদনা জানিয়ে ফেরার পথে নারায়নগঞ্জের আড়াইহাজারে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার বিকেলে ছাত্রদল নেতাকর্মীরা পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দীন, সহ-সভাপতি এমদাদুল হক মানিক, খোরশেদ আলম রাজু, নাজমুল হুদা, হাসান চৌধুরী সুমন, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, যুগ্ম-সম্পাদক আবুল কালাম সগির, ফজরুল ইসলাম, মো. সাজ্জাদ, মো. রহিম, মেহেদী হাসান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. আল-আমিন, সদস্য সচিব অলি আহাদ, পৌর শাখার আহ্বায়ক খাইরুল ইসলামসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা- এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।