নানিয়ারচরে যুবলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

127

নানিয়ারচর প্রতিনিধিঃ

রাঙামাটির নানিয়ারচরে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী যুবলীগ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যুবলীগ নেতাকর্মীরা মিলিত হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে বাবু চুনীলাল সেতুর অবতরণ স্থলে গিয়ে শান্তি সমাবেশে মিলিত হন।

পরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ঝিল্লোর মজুমদারের সঞ্চালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্ত ও দলীয় নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে প্রিয়তোষ বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা শান্তিপূর্ণ দেশকে অস্থিতিশীলতায় রুপান্তর করতে নানা ষড়যন্ত্র করে চলেছে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সরকারের বদনাম চড়াচ্ছে। সমাবেশের নাম করে পুলিশ থেকে শুরু করে আওয়ামী লীগের সংগঠনের নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে৷ তাদের বিরুদ্ধে যুবলীগের প্রত্যেকটা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এসময় উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহীন আলম, সদস্য মো. শহিবুল ইসলাম, ৩নং বুড়িঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান সহ ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।