॥ স্টাফ রিপোর্টার ॥
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ে কাজ করা সংগঠন হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন এর দুই বছর মেয়াদী কার্যকরি কমিটিতে সভাপতি হিসেবে ইমন চাকমা সাধারণ সম্পাদক কিরণ ময় চাকমা ও সাংগঠনিক পদে সুশীল বিকাশ তালুকদার নির্বাচিত হয়েছেন।
বুধবার বিকেলে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি সম্মেলন কক্ষে মাসিক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও বিজু উদযাপন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের বিবৃতির মাধ্যমে জানা যায়, আসন্ন বিজু উপলক্ষে ১০ এপ্রিল থেকে খেলাধুলা ঘিলা খেলা, নাদেঙ খেলাসহ বিভিন্ন খেলাধুলা আয়োজন করবে সংগঠনটি। এছাড়াও সংগঠনের উদ্যোগে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতর ফুল ভাসানো হবে।
আলোচনা সভায় সংগঠনের পরিচালক ও সাংবাদিক সুপ্রিয় চাকমা শুভ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ,সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা,,সহ সভাপতি এলিন চাকমা,সহ সাধারণ সম্পাদক জেনি চাকমা,কেয়া চাকমা,সোহাগ চাকমা,পহেলী চাকমা,উজ্জলা চাকমাসহ অন্যান্যরা। এসময় সংগঠনের বিভিন্ন অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নতুন কমিটি ঘোষণাসহ আসন্ন বিজু উদযাপন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন বক্তরা। বক্তরা বলেন, ‘হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন দীর্ঘ ছয় বছর ধরে সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছে। যা বর্তমানে এ সংগঠনের বেশ কিছু ভূমিকা রয়েছে।’